Thursday, June 8, 2017

সুওয়ালঃইনজেকশন নিলে রোযা ভংগ হবে কিনা ?


জাওয়াবঃ

জি হ্যাঁ । ইনজেকশন নিলে অবশ্যই রোযা ভংগ হবে

ফতোয়ার কিতাবের দলিল
১৷ফতোয়ায়ে আলমগীরী-
و من احتقن .... افطر

অর্থঃ " এবং যদি কোন ব্যক্তি ইনজেকশন নেয়… তাহলে রোযা ভঙ্গ হবে (আলমগীরী ১/২০৪)
অনুরূপ ফতোয়ায়ে শামীতেও আছে৷

২৷ বাহরুর রায়িক, ২/২৭৮ পৃঃ,
و اذا احتقن.... افطر لقو له عليه الصلاة و السلام الفطرمما دخل ر ليس محا خرج
অর্থঃ "যদি কোন ব্যক্তি ইনজেকশন নেয়… তাহলে রোযা ভংগ হবে ৷ কারণ হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন- "কিছু ভিতরে প্রবেশ করলে রোযা ভংগ হবে এবং বের হলে রোযা ভংগ হবে না ৷"

৩৷হিদায়া মা'য়াদ দিরায়া ১/২২০ পৃঃ,
ومن احتقن ....افطر لقو له صلى الله عليه و سلم الفطر مما دخل
অর্থঃ " এবং যদি কোন ব্যক্তি ইনজেকশন নেয়… তাহলে রোযা ভংগ হবে ৷ কারণ হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন- "কিছু ভিতরে প্রবেশ করলে রোযা ভংগ হবে ৷

(ফতওয়া বিভাগ
মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা, ঢাকা)

No comments:

Post a Comment